রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ - ১১:৫৯
ইমাম মাহদী (আ.ফা.) আবির্ভাবের আগ মুহূর্তে মুসলিম সমাজের অবস্থা

ইমাম জাফর সাদিক (আ.) বর্ণিত এক হাদীসে শেষ জামানায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সর্বশেষ প্রতিনিধি ও পথপ্রদর্শক ইমাম মাহদী (আ.ফা.)’র আবির্ভাবের আগ মুহূর্তে মুসলিম সমাজের চিত্র ফুটে উঠেছে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বর্ণিত হাদীসটি নিম্নরূপ:

أَبِي عَبْدِ اَللَّهِ عَلَيْهِ اَلسَّلاَمُ قَالَ قَالَ أَمِيرُ اَلْمُؤْمِنِينَ عَلَيْهِ اَلسَّلاَمُ قَالَ رَسُولُ اَللَّهِ صَلَّى اَللَّهُ عَلَيْهِ وَ آلِهِ:

ইমাম জাফর সাদিক (আ.) বলেন, আমিরুল মোমেনিন আলী (আ.) বর্ননা করেছেন যে, আল্লাহর রাসূল (সা.) বলেন:

سَيَأْتِي عَلَى اَلنَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى مِنَ اَلْقُرْآنِ إِلاَّ رَسْمُهُ

মানুষের উপর এমন এক সময় অতিবাহিত হবে যখন কোরআনের (শিক্ষার) কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, শুধুমাত্র লিখিত কাগজ ব্যতীত।

وَ مِنَ اَلْإِسْلاَمِ إِلاَّ اِسْمُهُ يُسَمَّوْنَ بِهِ وَ هُمْ أَبْعَدُ اَلنَّاسِ مِنْهُ

আর ইসলামের নাম ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, মানুষেরা নিজেদেরকে মুসলমান বলে দাবী করবে অথচ ইসলামী আদর্শ থেকে তারাই সর্বাধিক দূরে অবস্থান করবে।

مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَ هِيَ خَرَابٌ مِنَ اَلْهُدَى

তাদের মসজিদগুলো (বাহ্যিকভাবে) সুন্দর ও পরিপাটি হবে কিন্ত (অভ্যন্তরীণভাবে) হেদায়েত থেকে বঞ্চিত।

فُقَهَاءُ ذَلِكَ اَلزَّمَانِ شَرُّ فُقَهَاءَ تَحْتَ ظِلِّ اَلسَّمَاءِ

আর সেই যুগের আলেম বা ফকিহগনের মতো নিকৃষ্ট আলেম ও ফকিহগন আসমানের তলায় আর থাকবে না।

مِنْهُمْ خَرَجَتِ اَلْفِتْنَةُ وَ إِلَيْهِمْ تَعُودُ

ফিতনা তাদের থেকে উৎপত্তি ঘটবে এবং তাদেরকে তা আক্রান্ত করবে!

[উসুল আল- ক্বাফী গ্রন্থ, ৮ম খন্ড, ৩০৮ নম্বর পৃষ্ঠা]

লেখা: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আলী নওয়াজ খান (হাফি.)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha